
bhenge gele mon amar - raafky lyrics
মধ্যরাত নেই ঘুম চোখে আজো সে স্বপ্নতে কেনো আসে
সে অন্যে এক মানুষকে ভালোবাসে যখন মন ভাঙে তখন সংগীত আসে
আমি লিখি গান প্রাণ খুলে ঢেলে দেই শব্দতে জান
আমার লিখা মিথ্যে টাই সত্য নিজ জীবনের গল্প বুঝেনি কেউ অর্থ কষ্ট
এইটাই বাস্তবতা তার দেখাও মিলেনা নেই ঠিকানাও
আমি হতাশায় রাস্তায় এক হারানো মুসাফির আমারও আজ কোনো নেই ঠিকানা
কেউ কাউরে চিনে না এইটা স্বার্থের জমানা এখন আর আয়নাও আপন না
আমার গল্পটা অপুর্ণ
তুমি ছাড়া লাগে শুণ্য
সে পাশে আসে মুচকি হাসে
হাতটা ধরে বলে ভালবাসে
কিন্তু এইটা তো স্বপ্ন
এইটা না বাস্তবতা
আর বাস্তব এইটাই সে আমার হবে না
কেনো মন তা মানে না
তারে ভুলতেই পারিনা
যদি কভু স্বপ্নে আসো আমি ভেঙে দিতে চাইবো স্বপ্ন টাও
ভেঙে গেলে মন আমার যেই মনে শুধু তুমি থাকো (2x)
অনুভব হয় শুধু শূন্যতা তুমি ছাড়া হবে না পূর্ণতা
মনকে ভাঙলে এইভাবে যেইভাবে মনটা আর জোড়া লাগানো সম্ভব না
মনে পড়ে পাশ দিয়ে অভিশাপ দিয়ে
তুমি হেটে গেলে অন্যকে হাত দিয়ে
আজো রাত দিনে শুধু তোমায় ভাবি
তাইতো প্রতি শব্দে তোমার ছায়া দেখি
আমি সব কিছু হেরেও চাই তোমাকে
কিন্তু বুঝলেনা তুমি তবুও এই আমাকে
আজ আমি সঙিতে হারালাম
এক সময় ছলনায় হারায়তাম
কষ্টেও নিজেকে সামলালাম
নিজেই নিজেকে বোঝালাম
তুমি ফিরে আসবে না কখনো জীবনে
বলাও হবে ব্যাথা ওই বন্ধুকে
এইভাবে বিরহে হায়াত টাও ফুরাবে
লিখা সব গান একদিন তোমায়ো কাদাবে
একদিন তোমায়ও কাদাবে
আমার স্মৃতি অমর হবে
দিয়ে যাই ভালবাসা আমি মুনাফিকদের ও
ভেঙে গেলে তুমি আমার মনটাও
সৃষ্টিকর্তা জানে কতো মায়া ছিলো
কিন্তু এখন যেনো মন এক পাথর হলো
ভেঙে গেলে মন আমার
ভেঙে গেলে মন আমার
যদি কভু স্বপ্নে আসো আমি ভেঙে দিতে চাইবো স্বপ্ন টাও
ভেঙে গেলে মন আমার যেই মনে শুধু তুমি থাকো
ভেঙে গেলে মন আমার
ভেঙে গেলে মন আমার
Random Song Lyrics :
- pool - bartees strange version - samia lyrics
- profits - asaad the artiz lyrics
- el lago - mueran humanos lyrics
- just hold me - ely waves lyrics
- nebulous - wray lyrics
- moj geto - corba lyrics
- powerdripp - lou anthony lyrics
- hospitilised - ck the rapper lyrics
- -2017-夢の終わりに (-2017-the end of a dream) - オカメp (okamep) lyrics
- tough - crepes lyrics