
likha sob kobitay - raafky lyrics
চাঁদের আলো খুঁজলে চাঁদ ও দেই আধার
আমি তোমার খোঁজে লিখি বার*বার
আমি যতো দূরে যেতে চাই হারিয়ে আজ
আমায় স্বপ্ন গুলো খুঁজে বার বার
কারে বলবো কষ্ট আয়নাও আপন না
যারে বন্ধু ভাবতাম বন্ধু সে আসল না
আমি বন্ধ ঘরে গল্প লিখি অন্ধকারে
আত্মহত্যা আমার আত্মা টা যে গেছে মরে
স্মৃতি সাথে আছে তুমি সাথে নেই
আমার সঙিত আমায় কষ্টের দিনে মনে শান্তি দেই
তারে ভেবে দেখলাম কল্পনায় এক গল্প পুরো
বাস্তবতা এতো নিষ্টুর কাঁদালো গল্প গুলো
আজ প্রেমে আমি অন্ধকারের
ছন্দ সাজায় গল্প বানাই খুঁজি শব্দে তারে
শান্তি মনের শান্তি খুৃঁজলাম আমি যেই তোমাতে
তুমি মন টা ভাঙলে বদলে গেলো মন পাথরে
শব্দের দুনিয়ায় ভালবাসি আছো তুমি তাই
লিখা সব কবিতায় আমি শুধু কেনো তোমাকে খুঁজে পাই (2x)
রাত গভীর মনের গভীরে কষ্ট
আমি বন্ধ নয় খোলা চোখে দেখি স্বপ্ন
যেই স্বপ্নে জীবন কাটে স্বপ্নটা আমায় বাচিয়ে রাখে
পাইনি শান্তনাও যখন নিজেকে অযোগ্য লাগে
বদলে দিবে জীবনটাকে প্রার্থনা
আমি কষ্ট লিখি খাতায় বুঝেনি কেউ মর্ম তার
আমি স্রষ্ঠার সৃষ্টির সেরা মৃত্যুর আগে হারবোনা
আমার বিশ্বাস মালিক আমায় হেরে গেলেও ছাড়বেনা
আজ চেনা পথে আমি পথভ্রষ্ট
মুখে থাক হাসি যদিও মনে খুব কষ্ট
লোকে বলে শুনেছি ছেলে নষ্ট
আমি নষ্ট স্বভাবে নয় অভাবের কষ্ট
জানি আমি ব্যর্থ না
আমার আল্লাহ শুনে কষ্ট তাই এই ব্যাথাও মন্দ না
হয় আর সহ্য না কতো কিছু রাখা মনে কেমনে করে সহিবো তা
শব্দের দুনিয়ায় ভালবাসি আছো তুমি তাই
লিখা সব কবিতায় আমি শুধু কেনো তোমাকে খুঁজে পাই (2x)
Random Song Lyrics :
- still a virgin - jrob gtag lyrics
- giorni d'oro (gold day) - barberini lyrics
- primul loc - vladboi lyrics
- o rosto de cristo / cicatrizes / ditosa cidade / jerusalém cidade santa / onde jesus mora - ismael b lyrics
- miley cyrus - ne-o (uk) lyrics
- lovely - angelgard lyrics
- pin a tail - lil poppa lyrics
- i forget (i'm so young) - sofie royer lyrics
- mauve - tovaritch lyrics
- sounds4 - nunfi lyrics