
oviman [remix] - rabbi khan lyrics
Loading...
আমি পারি নি তোমাকে
আপন করে রাখতে
আমি পারি নি তোমাকে
আপন করে রাখতে
তুমি বুঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমানি তোমাকে নিয়ে সব গেছি
তুমি বুঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমানি তোমাকে নিয়ে সব গেছি
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে তুমি বুঝনি, বুঝনি
কখনো যদি আনমন চেয়ে আকাশের পানে
আমাকে খুজো
কখনো যদি হঠাৎ এসে জরিয়ে ধরে
বলো ভালোবাসো
আমি প্রতিরাত হ্যা প্রতিক্ষণ
খুব অজানায় খুব অভিনয়
করে বসি তোমায় ভেবে
আমার অযথা সব লেখা গান
সব শুনে মন করে অযাতন
তুমি বোঝনি কেন আমাকে
তুমি বুঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমানি তোমাকে নিয়ে সব গেছি
তুমি বুঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমানি তোমাকে নিয়ে সব গেছি
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে তুমি বুঝনি, বুঝনি
Random Song Lyrics :
- we get lit - young futura lyrics
- naurava portinvartia - hevisaurus lyrics
- birthday (le youth extended remix) - katy perry lyrics
- tåget (osläppt) - greekazo lyrics
- eu vou (heigh-ho) - molejo lyrics
- funky city - blaklez lyrics
- second time around - chris norman lyrics
- gun's pop up - blade lyrics
- niño sin miedo - versión pop - india martínez lyrics
- nobody knows (product 2) - august alsina lyrics