
aji kon dhano hote - rahul mitra lyrics
Loading...
আজি কোন্ ধন হতে বিশ্বে আমারে
কোন্ জনে করে বঞ্চিত—
তব চরণ-কমল-রতন-রেণুকা
অন্তরে আছে সঞ্চিত ॥
কত নিঠুর কঠোর দরশে ঘরষে
মর্মমাঝারে শল্য বরষে,
তবু প্রাণ মন পীযূষপরশে পলে পলে পুলকাঞ্চিত ॥
আজি কিসের পিপাসা মিটিল না ওগো
পরম পরানবল্লভ!
চিতে চিরসুধা করে সঞ্চার তব
সকরুণ করপল্লব ।
নাথ, যার যাহা আছে তার তাই থাক,
আমি থাকি চিরলাঞ্ছিত—
শুধু তুমি এ জীবনে নয়নে নয়নে
থাকো থাকো চিরবাঞ্ছিত ॥
Random Song Lyrics :
- a sina - sien flamuri lyrics
- mujer galáctica - edgar luna coca lyrics
- money - geno boy lyrics
- excess - gary v lyrics
- twenty one - kofi lyrics
- теракт - young soso, eremin, koresh lyrics
- reintegration - gemini syndrome lyrics
- made it - anna (pop) lyrics
- aftershow - megumi acorda lyrics
- too much pride - m24 lyrics