
chuup chaap thaaki - raju talukdar lyrics
চুপচাপ থাকি
আর দেখি তোর মিষ্টি হাসি
এত বেঈমানি
তবুও পাশে থাকতে রাজি।
you treat me like i’m nothing, but you
mean the world to me
অবহেলার মাঝে, আমার প্রেম কমেনি
রাগ করো তুমি যত, তবুও তুমি মানো, না মানো
i still loves you girl
সবাই বলে কেন আছিস এই মেয়ের সাথে
তার বোঝে না ভালোবাসি কত যে
আর তুই প্রেম খুঁজিস অন্যের মাঝে… মাঝে।
তোর সব ভুল… ভুলে
মিথ্যে প্রেমে হারিয়ে যাই… তাই
i’m তাই i’m তাই girl
চুপচাপ থাকি
আর দেখি তোর মিষ্টি হাসি
এত বেঈমানি
তবুও পাশে থাকতে রাজি।
খুব কি ভালো লাগে?
তার কোলে মাথা রেখে, কোন হোটেল রুমে
ভুলে আমার কথা, আমার ভালোবাসা
দিস কেন আশা, হয়ে তুই নেশা?
প্রেম করেছি স্বার্থ ভেবে না
তোর অভিনয় এ, অভিমান করি না
তুই খুশি থাক এটাই সান্ত্বনা।
তোর সব ভুল… ভুলে
মিথ্যে প্রেমে হারিয়ে যাই… তাই
i’m তাই i’m তাই girl
চুপচাপ থাকি
আর দেখি তোর মিষ্টি হাসি
এত বেঈমানি
তবুও পাশে থাকতে রাজি।
© lyrics by raju talukdar
Random Song Lyrics :
- the cypher respect - atentado napalm lyrics
- honey&roses - shanalu heka lyrics
- addison lee - not3s lyrics
- wordless - lauren daigle lyrics
- ghost of christmas past - elizabeth chan lyrics
- poseidon - abstract (rapper) lyrics
- forget ya - alex justice lyrics
- saturnus - brädi feat. illi lyrics
- no drugs in paris - lil dusty lyrics
- grammy family (dj clyde blend) - dj clyde & dj critical hype lyrics