
ojosro kabbo - rb. munad feat. nilam shen lyrics
Loading...
অজস্র স্বপ্নের ভিরে তোমায় দেখি আজ,
আমার সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস।
অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা,
অফুরন্ত ভালবাসা নিয়ে তোমার অপেক্ষায় থাকা।
জানি তুমি ফিরে আর তাকাবেনা, নেই কোন পিছুটান,
ফিরে আসবে তুমি আমার কাছে কোন এক আহবানে।।
ভালবাসি তোমায় অবিরত, থাকতে চাই তোমার পাশে,
ছায়ার মত হয়ে আরেকটি বার ফিরে আসতে,
আজ তুমি নেই আমার পৃথিবীতে,
তোমায় নিয়ে স্বপ্ন আমার বিপরীতে,
জানি তুমি ফিরে আর তাকাবেনা, নেই কোন পিছুটান,
ফিরে আসবে তুমি আমার কাছে কোন এক আহবানে ।।
চলে যাবে যদি চলে, কেন এসেছিলে
যাচ্ছ চলে দূর্রে, বহুদুরে
যাচ্ছে ভেঙ্গে স্বপ্নগুলো ধীরে ধীরে,
জানি তুমি ফিরে আর আসবেনা এই আমাতে
জানি তুমি ফিরে আর তাকাবেনা, নেই কোন পিছুটান,
ফিরে আসবে তুমি আমার কাছে কোন এক আহবানে,।
Random Song Lyrics :
- bling blao 2.0 - lil grace, young dmaxx lyrics
- nicht schlafen - gideon trumpet & hak lyrics
- within a dream - molly parden lyrics
- out of frame - premises lyrics
- wieder drauf - david asphalt lyrics
- ghetto style - insane clown posse lyrics
- hey moon - randall king lyrics
- iluv$o - 1470 zeek (rapper) lyrics
- malayerba - nia lyrics
- kimi räikkönen: bwoah - sim dane lyrics