
ashokto - recall lyrics
Loading...
একটু একটু করে নাও আমার চিন্তা,
একটু একটু করে মেশ আমার শিরায়,
আমায় ডুবিয়ে যাও তোমার মায়াজালে,
কেউ যেন না দেখে।
আমি শিহরণে বুঝে নেবো তোমায়,
চেনা অনুভূতি গুলো হবে এবার অচেনা।
কত দূর এই পথ পাড়ি দিলে তোমার সীমা?
আমার অঙ্গীকার গুলো তোমার কাছে হেরে যায়।
ওপারে আকাশ আলোকিত,
মেঘের আড়ালে আমাকে রেখে যায়,
সেখানে করো স্বপ্নে বিভোর,
নিরব আমার এই প্রার্থনা আমায় পাওয়ার।
আমাকে ডুবিয়ে যাও তোমার আসক্তিতে।
Random Song Lyrics :
- tout est écrit d'avance - juste cause lyrics
- guide me - tag lyrics
- i don't know why - dominic larocca lyrics
- the hobbie (remix) - martin lora, dowba montana & bulova lyrics
- voor altijd - andré van duin lyrics
- lucy - the cannibals lyrics
- чебурек (cheburek) - asmodeu squad lyrics
- le silence de dieu est un cygne - perkas lyrics
- lucidez - edley inc. lyrics
- hubba rock - turf talk lyrics