
charidikey - recall lyrics
Loading...
চারিদিকে,
যেন এক স্বপ্ন ঘোর ।
তোমার আমার ভালবাসার খবর,
কি যেন কি আছে লেখা
আধো আলো-ছায়ায় ডোবা, এই প্রহর ।
তোমাতেই মন মিলে মিশে একাকার… ।
কতোগুলো ভোর তোমার সাথে দেখা,
তোমায় ভেবে লেখা কোন কবিতায় ।
আমার শিহরণেও তোমাকেই পাওয়া,
তোমার স্পর্শে হারিয়ে গেছি।
তোমার আমার সুরে,
অপার এই মন ঘুরে,
দূরে আবার নতুন করে
নিভৃত সব ইচ্ছেগুলো
তোর কামনায় পুড়ে ।
Random Song Lyrics :
- 16 b1ts of t0rtur3 - c1tru5 lyrics
- у тебie homя xd - rosewolke lyrics
- no mercy (live in houston) - interceptor lyrics
- pierdo y gano - grupo pegasso lyrics
- ta bahar-e-delneshin remake (till the sweet spring) - the vov lyrics
- spooky (as a mutherfucker mix) - god module lyrics
- no fate - throwlight lyrics
- ナツラブ (natsu love) - ももあ (momoa) (softboiledegg) & かとみか (katomika) lyrics
- nur der rave - tiscore, myt (deu) & julia brari lyrics
- haitian voodoo - reel wolf lyrics