
dirghoshash - recall lyrics
Loading...
মাঝে মাঝে অভিমানে
নিজের কাছে আনমনে
মাঝে মাঝে অভিমানে
নিজের কাছে আনমনে
বলে উঠি নির্জনে
কেন ভালােবাস না আমায়?
কেন ভালােবাস না আমায়?
মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি
দু ‘ নয়নের বৃষ্টি চুমি
মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি
দু ‘ নয়নের বৃষ্টি চুমি
তখনাে সুধায় জগত ভূমি
কেন ভালােবাস না আমায়?
কেন ভালােবাস না আমায়?
এমনই শত দীর্ঘশ্বাস মনের ক্ষতয় থাকছে চাপা,
মাঝেতে শুধুই জ্বলছে প্রহাশ কেন ভালােবাস না আমায়?
কেন ভালােবাস না আমায়?
Random Song Lyrics :
- ácido - miss caffeina lyrics
- judge me - ilovefriday lyrics
- turn off the lights - ghost nation lyrics
- spaceborn - project:[zeroth] lyrics
- 7 da manhã - mc dois l lyrics
- love without reason - dream wife lyrics
- l'award - michel sardou lyrics
- issue - rome fortune lyrics
- your hand is moving - c3 music lyrics
- blue - kaufen liebe lyrics