
ekhono - recall lyrics
Loading...
মুখরিত কোনো রাতের শেষে
ভ্রান্ত এই মন অপূর্ণতায় পুড়ে
অলিক কিছু কল্পনাতে বিভোর
অধীর এখন ক্লান্ত ভীষণ
থমকে থাকে ভোর.
বিষন্নতায় রোদেলা ভোরে
অবুঝ এই মন জেগে রয়
অবাক চোখে আটকে থাকে ক্রোধ…
সীমিত সময়ের তোমার এই স্বর্গতে
তুমি কার মাঝে কে?
ভুলে থাকে তোমাকে?
নতুন দিনের আশাতে
বিষন্ন সেই রাতের
অপেক্ষা প্রভাতের
দুচোখ জুড়ে
করো জুড়ে
প্রতিশ্রুতি ছিল যত তোমার
কেনা সুখে বিলীন হবে
নিভে যাবে রোদ…
Random Song Lyrics :
- basta - gianni bella lyrics
- olvidarte no podré - los hermanos zuleta lyrics
- the switch - xacchi lyrics
- d r o p t o p - oceanlife gianni lyrics
- cast away - forging the storm lyrics
- these nights - kdoh lyrics
- numb love (misery ii) - the word alive lyrics
- x que quise - carlitos rossy lyrics
- val!um - masee lyrics
- szélsodort száraz levél - kárpátia lyrics