
ghum - recall lyrics
Loading...
ঘুম ঘুম দুচোখে তোমার,
কাহার মোহ কাহার মায়া?
উজাড় করা ভাবনা গুলো,
ঘুম উদাসী, রাত্রি জাগা ।
ঘুম ঘুম দুচোখে তোমার,
কাহার মোহ কাহার মায়া?
অনাগত ইচ্ছে গুলো,
নিয়ম ভেঙে বাঁধন হারা ।
আগলে রাখা মনের ভেতর
নতুন কিছু আশা,
আড়াল করে, মনের ভুলে … হাসা ।
কাহার নামে, বন্দি খামে,
গল্প গুলো রাখা?
ভবঘুরে মন, স্বপ্ন বুনে,
মেশে আবেগে … ।
কোনো বর্ষা ভেজা ভোরে,
দেখছো আকাশ জানালা ধরে ।
Random Song Lyrics :
- the other side (edge, wwe edit) - alter bridge lyrics
- again and again and again - lvly lyrics
- damn, daniel - efe oraka lyrics
- goodbye - mononkvl lyrics
- sweet pomander - tendon levey lyrics
- calvin klein - kubizman lyrics
- day by day - arden jones lyrics
- non conosco sorrisi - claudio lolli lyrics
- umbrella - therealgravity lyrics
- homicide - saint rose lyrics