
kokhono ki - recall lyrics
Loading...
নির্ঘুম চোখে স্বপ্ন মেখে
খুব আড়ালে তোমায় দেখা
অগোছালো ভাবনাগুলো
রংধনু রঙে আঁকা
কখনো কি তোমার অনুভূতিগুলো রাত জেগে
আমার খেয়াল ধরে ঘুমহীন জেগে থাকে?
তবে কেন দেয়াল গড়ে ভীষণ একা?
সবই কেন এলোমেলো করে হারানো?
নির্ঘুম চোখে স্বপ্ন মেখে
খুব আড়ালে তোমায় দেখা
অগোছালো ভাবনাগুলো
রংধনু রঙে আঁকা
এখনো কি আমার লেখা সুরে সন্ধ্যা নামে?
ডুবে থাকে তোমার উদাসী মন
নাম না জানা কোনো রাতের তারার মতো
জ্বলে রবো তোমার আকাশে দূরে
দূরে…
চন্দ্র ডোবা একলা রাতে
নীরব ভোরের কোলাহলে
বৃষ্টিস্নাত সন্ধ্যা হলে
থাকবো আমি তোর খেয়ালে
Random Song Lyrics :
- lucky dog - odetta hartman lyrics
- estás (part. jeon) - ventino lyrics
- insight - a skillz remix - fort knox five lyrics
- musta sulhanen - jani & jetsetters lyrics
- in the name of man - plan b lyrics
- state of mind - a.z.dandi lyrics
- dawn - adria kain lyrics
- no pantalones - günther & the sunshine girls lyrics
- lego house - corey gray,madilyn bailey lyrics
- vi är som gjorda för varandra - olle ljungström lyrics