lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

oporajito - recall lyrics

Loading...

এবার তোমার কথাগুলোর

কাছে আমি অপরাজিত

জমে থাকা যত অনুভূতি আমার

জলরঙে হারিয়ে যাবে

অধিকারের ভালোবাসা

রঙে হারিয়ে যাবে, রঙে

আবার ফিরে কেন আসা?

হেরে যাওয়া পথে, দূরে, সুরে, ঘুরে

তোমার আমার স্বপ্ন পোড়ে

বিষণ্নতার জগত জুড়ে তুমি

যেদিকে যাবে আমায় ভেবে তোমার দু’চোখ

হারাবে পথ আর্তনাদের বৃষ্টি রাতে

ফেরাবে যেখানে আমি নেই দাঁড়িয়ে

দাঁড়িয়ে

দাঁড়িয়ে

দাঁড়িয়ে

দাঁড়িয়ে

Random Song Lyrics :

Popular

Loading...