
তোমার ছবি আমার মন - redleafhimel lyrics
প্রথম স্তবক:
তোমার ছবি আমার মন এ, রয়েছে শুধু তোমার জন্য
স্বপ্নগুলো তুলে নেই, আমি হৃদয় ভরে ছন্দ
রাতের নিশীতে, আলো ফিরে আসে
তোমার হাসি দেখে, হৃদয় আমার রসে
কোরাস:
তোমায় ছাড়া আমি, একলা ভাবি রাত এ
স্বপ্নগুলো নিয়ে, জীবন ভরে যায় সাথে
প্রেমের এই গান, শুধু তোমার জন্য
হৃদয়ের মধ্যে, রয়েছে স্বপ্ন ভোর
দ্বিতীয় স্তবক:
হাওয়া ঝুরে যায়, তোমার নাম শুনি
মনের কথা বলি, চোখের জল ভুলে যাইুনি
সব সময় তোমায় চাওয়া, আমার প্রার্থনা
তোমার হাতে হাত রেখে, পাব শান্তি সোনা
কোরাস (পুনরায়):
তোমায় ছাড়া আমি, একলা ভাবি রাত এ
স্বপ্নগুলো নিয়ে, জীবন ভরে যায় সাথে
প্রেমের এই গান, শুধু তোমার জন্য
হৃদয়ের মধ্যে, রয়েছে স্বপ্ন ভোর
ব্রীজ (bridge):
চিরদিন থাকবে তোমার চোখের আলো
মনের ভেতরে শুধু তোমার কথা বলো
স্বপ্নগুলো তুলে, হৃদয় ভরে যায়
তোমার সঙ্গে শান্তি, আমার প্রাণ ভরে পাই
Random Song Lyrics :
- даша возьми телефон (dttpih) - !rarny & 7ireboy lyrics
- no way out - lydia the bard lyrics
- butterfly effect - young god lyrics
- who my bro? - glo lyrics
- проблемы (problems) - мальбэк (malbec) lyrics
- c00l. - sara skinner lyrics
- i wanna swing - cheryl pepsii riley lyrics
- october - bright little stars lyrics
- melting - song by kali uchis lyrics
- ay no - sixto yegros, oniria & sponsor dios lyrics