
ami tomar sange bendhechhi amar pran - rezwana choudhury bannya lyrics
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ
সুরেরও বাঁধনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ
সুরেরও বাঁধনে
সে সাধনায় মিশিয়া যায় বকুলও গন্ধ
সে সাধনায় মিলিয়া যায় কবিরও ছন্দ
তুমি জানো না, ঢেকে রেখেছি তোমারও নাম
রঙিনও ছায়ার আচ্ছাদনে
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে
তোমার অরূপও মূর্তিখানি
ফাল্গুনেরও আলোতে বসাই আনি
অরূপও মূর্তিখানি
ফাল্গুনেরও আলোতে বসাই আনি
অরূপও মূর্তিখানি
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূরও দিগন্তে
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূরও দিগন্তে
সোনার আভায় কাঁপে তব উত্তরী
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানেরও তানেরও সে উন্মাদনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে
Random Song Lyrics :
- von dutch cap - yung died lyrics
- eye queue - mithril oreder lyrics
- shabab bakayta | شباب بكايتة - mostafa elnesr lyrics
- tryna fuck (sparta) - asteria lyrics
- au! inima - leno (rou) lyrics
- humility tower - tony goldmark lyrics
- survive (alternate) - youngboy never broke again lyrics
- glock - l'nrv lyrics
- холода (cold) - neogy lyrics
- first place - wxrldprince lyrics