likhono tomar dhulay - rezwana choudhury bannya lyrics
Loading...
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে
টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়… লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া ।
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো… ।।
রেখ না আর বেধোনা আর,
কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা
ঢেউ গুলো আমায় নিয়ে করে কেবল খেলা ।
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা
ঢেউ গুলো আমায় নিয়ে করে কেবল খেলা ।
ঝড়কে আমি করবো মিতে, ডোরব না তার ভ্রুকুটিতে
দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাচি। আমি ডুবতে রাজি আছি,
আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে।
তোমার খোলা হাওয়া।
টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে।
তোমার খোলা হাওয়া ।
Random Song Lyrics :
- overdrive - jimmy studd lyrics
- so far, so good - k. jayz lyrics
- clap on - packy lyrics
- sing hello - bernhoft lyrics
- hasta verla sin na - tony dize lyrics
- doin damage - wax lyrics
- mets les watts dj - keen'v lyrics
- mundo de ilusiones - martin castillo lyrics
- rock n roll star - live at barrowland ballroom - amy macdonald lyrics
- ninna nanna - jake la furia lyrics