ami kaan pete roi - rezwana chowdhuri bonya lyrics
আমি কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
কোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে-বারে বারে
কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে,
কোন্ রাতের পাখি গায় একাকী
রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে-বারে বারে
কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
কে সে মোর কেই বা জানে,
কিছু তার দেখি আভা।
কিছু পাই অনুমানে,
কিছু তার বুঝি না বা।
কে সে মোর কেই বা জানে,
কিছু তার দেখি আভা।
কিছু পাই অনুমানে,
কিছু তার বুঝি না বা।
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে,
ও সে আমায় জানি পাঠায় বাণী
আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে-বারে বারে
কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন দ্বারে-বারে বারে
কান পেতে রই
কোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে-বারে বারে
কান পেতে রই
Random Song Lyrics :
- вместе (together) - suburra lyrics
- which way - xander malo lyrics
- стреляла (shot) - yussei lyrics
- ur not him xdddddd - v4mptober lyrics
- vivre ensemble - helme lyrics
- say it to my face - purplehearts lyrics
- get 2 it - feenyx lyrics
- aparentas - stefano toller lyrics
- could never - overwxrld lyrics
- hear me now - french the kid lyrics