
purano sei diner kotha - rick & sharmi lyrics
Loading...
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়–
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়–
আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়॥
Random Song Lyrics :
- i didn't cry (prod 1ohmygon x kazbabeats) - infamousyt lyrics
- orphelin - noubins gaming lyrics
- in da lambo! - ysm blaze lyrics
- atmospheric pressure - o'mighty zeus lyrics
- mad's world - mad tsai lyrics
- unholy meat obelisk - istasha lyrics
- bala ma nhess - بلا ما نحس - abeer nehme - عبير نعمة lyrics
- half smile - weevil lyrics
- huella - sebimor lyrics
- hall of mo(u)rning - ph0ton lyrics