
eka mor gaaner tori - riddhi bandyopadhyay lyrics
Loading...
একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে।
সহসা কে এলে গো এ তরী বাইবে ব’লে।
যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?
কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে।
কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত-বেলায়?
হ’লে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়।
বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজল প্রাণে,
এলে কি দু’কূল হতে কূল মেলাতে এ অকূলে।
Random Song Lyrics :
- heart of a dog - the kills lyrics
- lights cam3ra action! - xenith lyrics
- heavyweight - u-god lyrics
- ok i'm waiting - grandchildren lyrics
- remember - culazen lyrics
- blijf (tot de zon je komt halen) - radio edit - paul de leeuw lyrics
- ухожу (uhozhu) - big russian boss & young p&h lyrics
- gon phishing - stas thee boss lyrics
- give it up - wordplay t. jay lyrics
- dinkić - kurtoazija lyrics