
kanar hat - rinku lyrics
Loading...
এসব দেখি কানার হাট বাজার
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার।।
পণ্ডিত কানা অহংকারে
মাতবর কানা চোগলখোরে।
সাধু কানা অন বিচারে
আন্দাজে এক খুঁটি গেড়ে,
চেনে না সীমানা কার।।
এক কানা কয় আর এক কানারে
চল এবার ভবপারে।
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারে বার।।
কানায় কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা।
লালন তেমনি মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার।।
Random Song Lyrics :
- fekro khial - sepehr khalse lyrics
- stracona szansa - kajman lyrics
- tava na tua - luiz caracol lyrics
- part of your world - original broadway cast of the little mermaid lyrics
- gettin' fucked up - three 6 mafia lyrics
- 500 grad - metrickz lyrics
- vorsicht! zerbrechlich - annett louisan lyrics
- francisco guayabal - beny moré lyrics
- japan - luckaleannn lyrics
- desert plains - vince neil lyrics