
bajilo kahar beena - rita ghosh lyrics
Loading...
বাজিল কাহার বীণা মধুর স্বরে
আমার নিভৃত নব জীবন-‘পরে
প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম
কার দুটি নিরুপম চরণ-তরে॥
জেগে উঠে সব শোভা, সব মাধুরী,
পলকে পলকে হিয়া পুলকে পূরি।
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ,
পরানের আবরণ মোচন করে॥
লাগে বুকে সুখে দুখে কত যে ব্যথা,
কেমনে বুঝায়ে কব না জানি কথা।
আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি,
কাঁপে নদী বনরাজি বেদনাভরে॥
Random Song Lyrics :
- all the things that fall - courtney jones lyrics
- cons of success - king roscoe lyrics
- saturday night shakes - plague vendor lyrics
- gravity - grandchildren lyrics
- instagram - yung fim lyrics
- segredo 16 - weis lyrics
- e.g.o (eles gostam de opinar) - mascote lyrics
- tu vas payer - ninho lyrics
- quiero que seas - cxusa lyrics
- another word for synonym - cold blood lyrics