baridhara - rjsken lyrics
ধীরে ধীরে আকাশে তে কালো ঘন মেঘ জমলো
ফিরে দেখি সূর্যের আলো কমে গেলো
ঝিরিঝিরি বাজছে শব্দ, যেন কাঁদছে গগন, আর আজ সে মগ্ন দেখো
ডাকছে আকাশ, মেঘ চিরছে বিদ্যুৎ*ও
ঠান্ডা বাতাস, প্রকৃতিও বিশুদ্ধ
শান্তির নিশ্বাস যেন সমাপ্তি যুদ্ধ*র
ভুলে গেছি আজ কি সুখ কি দুঃখ
দ্রুত বইছে হাওয়া
আজ আমি অবাক হওয়া
সুন্দর আবহাওয়া
স্বাভাবিক ভাবুক হওয়া
যতদুর চোখ যায়, সব পানি তে ঘোলা দৃশ্য
আসমান*জমিনের মালিকের সৃষ্ট নেয়ামত
ইশ্বর দেখাচ্ছে বিশ্ব কে যা অদৃষ্ট
বৃষ্টিতে সজীবতায় মেতে উঠছে বৃক্ষ
শীতল হচ্ছে অভিমান যা ছিল দীপ্ত
দেখা যাবে শীঘ্রই সাতরঙা সেই বৃত্ত
একাই হাটছি এ ভেজা শহরে
পথ ঘাট ডুবে যাওয়া এ সদরে
বৃহৎ কালো মেঘ উড়ছে উপরে
না আছে গরম আর এ খাড়া দুপুরে
মুষলধারে পড়ছে বৃষ্টি
দেখছি সরিয়ে পর্দা
রিমঝিম পড়ছে ঝর্না
সঙ্গীত এ যেন প্রকৃতির সৃষ্টি
বাতাসে যেন উড়ে গেল রাগ
পানিতে যেন ভেসে গেল অভিমান
অন্তরে শুনি অতিথির ডাক
চলছে অভিযান না থেমে অবিরাম
রাঙিয়ে দাও আমায় তুমি রাঙিয়ে দাও
শুষ্কতায় ভরা মন এ বর্ষায় ভিজিয়ে দাও
তা যদি না হয় তো মুক্তি দাও
বাঁচতে দাও, আমাকে আমার মতো আমায় বাঁচতে দাও
গুটি গুটি পায়ে আমি দাঁড়াতে শিখেছি এবার তোমার ব্যস্ত সমাজে ছুটতে দাও
মানুষ চিনেছি, আমি সত্য জেনেছি জ্ঞানের পিপাসা জেগেছে*আমার পাখা গজিয়েছে
আর চাচ্ছি এই পৃথিবীটাকে আমার মতো সাজাতে তাই উড়তে দাও
বিলীন হতে চাই তোমার আকাশে অথবা তোমাকে এখন ভুলতে দাও
ঘনিয়ে এলো রাত ডুবলো সূর্য
কেন হঠাৎ প্রতিটি মুহুর্ত হলো মুল্যবান
অন্তরে চলে তার প্রশ্ন*র উত্তর
শুনছি যা ছিলো অভুতপূর্ব
জীবনে যখন মূল হয় গান ভরাট হয় শুন্যতা
তাই আমি লিখতে বসেছি সুখ*ও*দুঃখ
চারিদিকে অন্ধকার, ফিরছে ছন্দটা
সাদা*কালো মিশ্র ছাই রঙা দৃশ্য
পাচ্ছি বৃষ্টির মিষ্টি গন্ধটা
তবে খুজে পাচ্ছি না পুরোনো আমিকে আবার যথাযথ ভাবে
জানি সে আমার কথা মতো ভাবে না
স্মৃতি গুলো রেখেছি যত্নে, ভুলিনি তাকে হারানোর যন্ত্রনা, দেখেছি স্বপ্নে তাকে
‘বাস্তবে না হক, স্বপ্নে সে আমার’ এ অনুভুতিও খুব একটা মন্দ না
Random Song Lyrics :
- best friend's sister - willie j healey lyrics
- qué estas buscando - nuevo - willie gonzalez lyrics
- don’t worry - hiroyuki sawano lyrics
- cielo - mijares lyrics
- justwhenithoughtiwasout,theypullmebackin - bones & eddy baker lyrics
- mood - wallace x willy wonka x gloom (prod: geckodot) lyrics
- sie kommt zurück - xavier naidoo lyrics
- those luminous noises are god - pretend lyrics
- vino od prošle godine - maya berović lyrics
- dicaprio - osiym lyrics