
somoy zodi - rjsken lyrics
সময় যদি থমকে দাঁড়াতো
থাকতো না অনুভুতি সম্পর্ক হারানোর
হারিয়ে ফেলছি কেনো ধৈর্য আবারও?
কাটবে কি অন্তরের শঙ্কা হাজারো?
যে বড় হতে ছোট করবে অন্যকে
নিজেই ছোট হয়ে যাবে সে পরে
নিচে ফেলাবে নিজে চড়তে উপড়ে
চড়বে না চড়তেও দেবে না শিখরে
নিজের খুশি স্বনির্ভর করিলে
দুঃখ তেই সুখ হবে তোর ভেতরে
যদি হয় এ পরিবর্তন দৃষ্টি তে
তবে দ্বন্দ্ব হবে বন্ধ পৃথিবী তে
কেন সবার সাথে আমার অমিল
জানার জন্য বিধাতার কাছে করি প্রশ্ন কিন্তু উত্তর অস্পষ্ট
তাঁর সাথে মন্দ সম্পর্ক
তাকে বলবো কষ্ট তবে সে ব্যাস্ত
হয়তো হয়েছি আমি সদ্য ক্ষমার অযোগ্য
কতোই করবো ভুল?
কতোই ভাঙব কুল?
কতো আর নিজেকে নিজে করবো আবদ্ধ?
করি প্রশ্ন, উত্তর দিবে কে?
পূর্বের রূপ যখন তন্দ্রাচ্ছন্ন
কত সুপ্ত ভাবনা জেগে
ওঠে, তখন থাকে মন চিন্তামগ্ন
ডুবে যাচ্ছে সৌখিন, দূর থেকে দেখে মনে হয়
আসলে আমি শিখতেছি কেমনে সাতার কাটতে হয়
তোমরা জানো আমাকে, আমার অনুভুতি কে নয়
দেখেছো অনেক তবে আমার দৃষ্টিকোণ থেকে নয়
সময় যদি থমকে দাঁড়াতো
থাকতো না অনুভুতি সম্পর্ক হারানোর
হারিয়ে ফেলছি কেনো ধৈর্য আবারও?
কাটবে কি অন্তরের শঙ্কা হাজারো?
কিছুই নাই আর আগের মতো
হারিয়ে ফেলেছি জীবনের ছন্দ গুলো
মনে পড়ে সেদিন গুলো আগের যতো
ফিরে যাওয়ার দরজা খোলা সেগুলো
Random Song Lyrics :
- pure (official) - ripcut lyrics
- ghost - tino lyrics
- wisdom of the world - catherine warwick lyrics
- faceoff - the lost and found (paybac x boogey) lyrics
- coupe - yung rez lyrics
- bitches in bolorado - lord sizzle lyrics
- wuwua '03 - dj buhh lyrics
- vrai négro - 13 block lyrics
- аlohadance - quiizzzmeow lyrics
- crooked smile - the weepies lyrics