
ek shuru na howa golpo - rodoshi isfar fatemi lyrics
[verse 1]
এক অপরাহ্নের মিষ্টি আলোতে
তুমি আমায় রঙিনভাবে ডেকে বললে
“ইন্দ্রাণীর মতো তোমায় লাগছে”
এক লালরাঙা স্তব্ধতায় গেলাম ছেঁয়ে
তোমার সাথে এই আষাঢ়ের বৃষ্টি বাদলে ভিজতে চাই
তোমার সাথে এই রাত্তিরের সকালটা দেখতে চাই
[chorus]
এক শুরু না হওয়া গল্প আমাদের
এক তুমি আর আমি এ অবাস্তব জগতে
এক না শোনা গান তোমার কন্ঠস্বরে
যে গান ছিল সারাজীবন আমার মনের মাঝে
[verse 2]
বাতাসে ছিল একাকিত্বতা
যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা
লাজুক আমি ভাষা খুঁজে পাইনি
তবে আমাদের চোখ বলেছিল কথা
ওই বাতাসে তোমার আভাসে ছড়িয়েছিল এক মোহ
তোমার সাথে চাই দেখতে এই রাত্তিরের প্রহর
[chorus]
এক শুরু না হওয়া গল্প আমাদের
এক তুমি আর আমি এ অবাস্তব জগতে
এক না শোনা গান তোমার কন্ঠস্বরে
যে গান ছিল সারাজীবন আমার মনের মাঝে
[outro]
তুমি ভোর রাতে পূর্ব আকাশের সেই প্রভাতী তারা
তোমার শ্বাস কেড়ে নেওয়া চোখ দু’টো দেখে কাঁপে কুয়াশাও
Random Song Lyrics :
- ja tvoja - artik & asti lyrics
- colour money - ikeno lyrics
- the game - oscar and the wolf lyrics
- elevate (feat. nevve) - jayceeoh feat. nevve lyrics
- celebrate ft. wande goal - d'banj lyrics
- whos sorry now - johnnie ray lyrics
- low halo - lemolo lyrics
- eu amo o rap(senimix) - senibruxo lyrics
- alive in me - highlands worship lyrics
- kokomo - 財部亮治 feat. bema lyrics