
golokdhadha - rodoshi isfar fatemi lyrics
[verse 1]
তোমার লেখা জীর্ণজ্বর কাগজের টুকরো গুছিয়ে রেখেছি
কাঁদিনি তো সেই সময়ে,তবুও এক ফোঁটা জলের ছাপ
তোমার কথার ঝুড়ি আলপিন দিয়ে গেঁথে রাখতে পারিনি
অবুঝ আমি তো বুঝিনি সেই সময়ে,বয়স তো হয়ে ওঠেনি
[pre*chorus]
আমি মুখ ফিরিয়ে, গল্প ছুঁড়ে, লাল রাঙা চোখে
এ সময় ফুরিয়ে, আঁধার ঘনিয়ে, আমাদের নিভিয়ে
[chorus]
হোক সে দেখা*অদেখা, চোখে বাঁধা গোলকধাঁধা
নিস্তব্ধ আমাদের কথা
হোক সে রঙের*বেরঙের, বিষণ্ন পথ এ শহরের
লুকিয়ে আছো কোন ভিড়ে?
[verse 2]
তোমার চোখের ডান দিকের ওই তিল কখনো খেয়াল করোনি
সবকিছু এতই গুরত্বহীন হলে আমায় কেন ফেলে আসোনি?
তোমায় বলার জন্য গোটাকয়েক কৌতুক জমিয়ে ছিল রাখা
বলা হলো না এখন ওগুলো আরেকটা দুঃখ গল্পের পাতা
[pre*chorus]
আমি গাল ফুলিয়ে,গল্প ছুঁড়ে, জলভেজা চোখে
এ আশ্বাস ফুরিয়ে, আঁধার ঘনিয়ে, আমাদের মিটিয়ে
[chorus]
হোক সে দেখা*অদেখা,চোখে বাঁধা গোলকধাঁধা
নিস্তব্ধ আমাদের কথা
হোক সে রঙের*বেরঙের, বিষণ্ন পথ এ শহরের
লুকিয়ে আছো কোন ভিড়ে?
[outro]
দুঃখভেজা এ শহর দেখেনি কোন প্রহর
দমবন্ধ যানজট ভেতরে এক কোলাহল
Random Song Lyrics :
- i killed hip hop - lil b lyrics
- al manakh - dente lyrics
- bang bang bang - live at the ocean way studios - christina perri lyrics
- call mama* - migos lyrics
- east london is back - maxsta lyrics
- believe in l's - larry bird lyrics
- buena suerte - alexis lopez lyrics
- muñeca - gente de zona lyrics
- dear tupac (dear mama freestyle) - stu lyrics
- mutter - dieter nuhr lyrics