
o priyo - rodoshi isfar fatemi lyrics
Loading...
[verse 1]
তোমার চাওয়াতে, তোমার পাওয়াতে আমি তোমার
তোমার দু’চোখে, তোমার ঠোঁটে*গালে আমি তোমার
তোমার গাওয়াতে গিটারের তার সুর খুঁজে পায়
তোমার চলাতে স্তম্ভিত শহর থমকে যায়
[chorus]
ও প্রিয়, তুমি ছাড়া পৃথিবী গানবিহীন
তুমি ছাড়া জীবনটা রংবিহীন
তোমার হাসিতে আমি স্বর্গ খুঁজে পাই
ও প্রিয়,তোমার নাম আমার প্রতি নিশ্বাসে
রহস্য জমে আছে বাতাসে
তোমার মোহন দু’চোখে আমি হারিয়ে যাই
[verse 2]
কোনো এক হেমন্তে, সোনালি শহরে আমি তোমার
গা ভেজা বৃষ্টিতে, প্রখর রোদ্দুরে আমি তোমার
তোমার গাওয়াতে গিটারের তার সুর খুঁজে পায়
তোমার চলাতে স্তম্ভিত শহর থমকে যায়
[chorus]
ও প্রিয়,তুমি ছাড়া পৃথিবী গানবিহীন
তুমি ছাড়া জীবনটা রংবিহীন
তোমার হাসিতে আমি স্বর্গ খুঁজে পাই
ও প্রিয়, তোমার নাম আমার প্রতি নিশ্বাসে
রহস্য জমে আছে বাতাসে
তোমার মোহন দু’চোখে আমি হারিয়ে যাই
Random Song Lyrics :
- ugly's anthem - ugly lyrics
- skintight - niykee heaton lyrics
- nie mam czasu na rap - pierwszy lyrics
- love u seek - samuele sartini lyrics
- burn bridges - dom lyrics
- can't tell me - travis karter lyrics
- a idade do céu - susana félix lyrics
- 40 grad - felix krull lyrics
- down 4 u (single) - blackbear lyrics
- pezzi de carta - ketama126 lyrics