
shomapti - rodoshi isfar fatemi lyrics
Loading...
[verse]
বাতাসে ছিল একাকিত্বতা
যেদিন তোমার সাথে আমার শেষ দেখা
হোক সে দেখা অদেখা চোখে বাঁধা গোলকধাঁধা
ক্ষয়ে গেল সকালের চাঁদটা
[pre*chorus]
তোমার সুরে সুর মিলিয়ে আমি গান বেঁধেছি
তুমি যে ছিলে আমার লুকোনো রাগিণী
ও প্রিয়, বৃষ্টি থামার কারণ তুমিই তো
[chorus]
আমার সবটুকু আশা জুড়ে ছিলে তুমি
এ কি রূপকথার সমাপ্তি?
শুধু চাই পুরনো দিনগুলো পেতে
কখনো তুমি আমার ছিলে কি?
Random Song Lyrics :
- woof - mayhem ks lyrics
- in the past (hebrews 6:9-20) (parts i & ii) - psallos lyrics
- se fue - neto reyno lyrics
- le'me show you - xamraat lyrics
- bloody mary - cash counti lyrics
- roosevelt's election - atilla the hun lyrics
- let go - katy hallauer lyrics
- ich liebe die freiheit - mia weber lyrics
- あなただけのもの (i'm all yours / anata dake no mono) - yumi matsutoya lyrics
- my city - rarin lyrics