
tumi asbe bole - rokon lyrics
Loading...
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
ঘর সাজালাম আকাশ নীলে
কথা দিলো সন্ধ্যাতারা উঠবে জ্বলে
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
এই পৃথিবীর সব কোলাহল
কথা দিলো থমকে যাবে
এক সাগরের এই ব্যবধান
কষ্টগুলো আজ ফুরাবে
এই পৃথিবীর সব কোলাহল
কথা দিলো থমকে যাবে
এক সাগরের এই ব্যবধান
কষ্টগুলো আজ ফুরাবে
তুমি আসবে বলে
নীল জোছনা ছুঁয়ে তোমায়
জোনাকীরা মায়ায় জড়াবে
আজ দু’টি মন হবে আনমন
রাত প্রহরীর ঘুম হারাবে
নীল জোছনা ছুঁয়ে তোমায়
জোনাকীরা মায়ায় জড়াবে
আজ দু’টি মন হবে আনমন
রাত প্রহরীর ঘুম হারাবে
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
ঘর সাজালাম আকাশ নীলে
কথা দিলো সন্ধ্যাতারা উঠবে জ্বলে
তুমি আসবে বলে এই শেষ বিকেলে
এই শেষ বিকেলে
এই শেষ বিকেলে
এই শেষ বিকেলে
Random Song Lyrics :
- coagulo - coagulo lyrics
- останусь один (stay alone) - slava vorontsov lyrics
- капкан (trap) - промзона 96 (promzona 96) lyrics
- a cry for help (skit) - exzac change & iyzlow matisse lyrics
- r.ebirth - ravi (vixx) lyrics
- let go & dance - eddiegeorge lyrics
- cold - coop (@fixcoop) lyrics
- roulade - le gymnaste lyrics
- sol que no se ve - makiza lyrics
- broken things - traci braxton lyrics