
o mon majhire - rokonuzzaman lyrics
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
নদীতে ক্যান ভাসালি তোরই ভাঙা তরী
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
উজান গাঙে নৌকাখানি ছেড়ে
ভাবিস রে তুই ফিরবি কি আর ঘরে?
উজান গাঙে নৌকাখানি ছেড়ে
ভাবিস রে তুই ফিরবি কি আর ঘরে?
ছেড়া পালে ভাঙা হালে
ছেড়া পালে ভাঙা হালে ফিরবে না আর তরী
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
জীবন নদীর দু’কুলে তোর অমানিশার ঝড়
চলার পথে দেখলি কত মরু বালুচর
পাপের বোঝায় নৌকাখানি ভরে
পার পেতে চাস তুই যে কেমন করে
পাপের বোঝায় নৌকাখানি ভরে
পার পেতে চাস তুই যে কেমন করে
সমুখে নাও ভাসা এবার
সমুখে নাও ভাসা এবার ভাটিরও পথ ছাড়ি
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
নদীতে ক্যান ভাসালি তোরই ভাঙা তরী
বল নারে তুই ক্যামনে দিবি আজি পাড়ি?
ও মন মাঝিরে. . .
ও মন মাঝিরে
Random Song Lyrics :
- nobody knows you when you're down and out (outtake) - van morrison lyrics
- blues del río - mo' blues lyrics
- tearing me apart - amity affliction lyrics
- slovaquie - 13 block lyrics
- le rap du feutre (ashur4d remix) - laink & terracid lyrics
- he looked beyond my faults - minister keith armstead lyrics
- cook up - celph titled lyrics
- summertime - (moonguys) lyrics
- last time - gucci mane feat. travis scott lyrics
- controversé - despo rutti lyrics