
mon mor megher sangi - ruma sanyal lyrics
Loading...
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগদিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িৎ*আলোকে
ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে
কলো*কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়*আহ্বানে
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগদিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো*ছলো তটিনীতরঙ্গে
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো*ছলো তটিনীতরঙ্গে
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল*তমাল অরণ্যে
ক্ষুব্ধ শাখার আন্দোলনে
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগদিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
Random Song Lyrics :
- lumière bleue - dibson lyrics
- боль (pain) - kaeoki lyrics
- clouds - dexter jordan lyrics
- overnight - william bolton & justin stone lyrics
- intro (payback) - fred the godson lyrics
- rubaste il cuore - dender lyrics
- wash my hands (live) - meredith brooks lyrics
- i am a cortisol factory - odd robot lyrics
- winter solstice - noetic j, whirling lyrics
- ch 07 purple fruit - westside_elliot lyrics