
agunkheko - rupam islam lyrics
[verse 1]
ধূসর দিনযাপন
রোজ রাতে চাল মাতের অন্ধকার
নিজের তাগিদেই
ঘর ছেড়ে বেরোলাম আবার
[verse 2]
বেরঙিন দিনযাপন
রোজ রাতে চাল মাতের অন্ধকার
নিজের তাগিদেই
ঘর ছেড়ে বেরোলাম আবার
[pre*chorus]
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
পিছু ডাকে সাড়া দেবো না
[chorus]
থামবো না আর, এগিয়ে যাবো
পায়ে ধুলো হোক সব বিপদ
যুদ্ধেই ঠিক শান্তি পাবো
নিয়েছিলাম সেই শপথ
হয়ে আগুনখেকো দেখো
হে জীবন, আসছি ফেরত
[verse 3]
ঘর ভেসে যায় যাক
আমায় এই দান খেলতেই হবে
দাঁড়িপাল্লাতে ন্যায়ের হিসেব মিলতেই হবে
[verse 4]
ঘর ভেসে যায় যাক
আমায় এই দান খেলতেই হবে
দাঁড়িপাল্লাতে ন্যায়ের হিসেব মিলতেই হবে
[pre*chorus]
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
পিছু ডাকে সাড়া দেবো না
[chorus]
থামবো না আর, এগিয়ে যাবো
পায়ে ধুলো হোক সব বিপদ
যুদ্ধেই ঠিক শান্তি পাবো
নিয়েছিলাম সেই শপথ
হয়ে আগুনখেকো দেখো
হে জীবন, আসছি ফেরত
[outro]
আসছি ফেরত, আসছি ফেরত
আসছি ফেরত, আসছি ফেরত
Random Song Lyrics :
- born to stay - future teens lyrics
- broken ladders to glory - terry scott taylor lyrics
- truth - kobetherapper lyrics
- quando eu tô em paz - cabes lyrics
- hvis linjene kunne snakke - don martin lyrics
- delegate - oracle lyrics
- this inhvman place makes hvman monsters - the monolith deathcult lyrics
- la despedida - cami lyrics
- proof - three for silver lyrics
- anything you want - anja nissen lyrics