
shoytaan - rupam islam lyrics
মাফিয়া আমি দিয়া রাজা ধিরাজ
পা চাটছে সুশিল সমাজ
প্রাতে আত্মার পেটেন্ট নেওয়া
পচা খবর ভুল খবর পবিত্র ভোর…
মাফিয়া আমি দিয়া রাজা ধিরাজ
পা চাটছে সুশিল সমাজ
প্রাতে আত্মার পেটেন্ট নেওয়া
পচা খবর ভুল খবর পবিত্র ভোর…
কুচ নেহি তো থোরা থোরা
পাতে শুরু তাই পেটে ছোরা
চালে কাঁকর কর চেলে কাঁকড়া
দশচক্রের বসিরভুত কাউন্টডাউন…
বহু বহু রুপে তোমার
সম্মুখে ছেড়ে কোথায় খুঁজেছ
প্রতিবাদ হয়ে অপবাদ সয়ে
এবার কি সার বুঝেছ…
আজ প্রিমিয়ার নেমন্তন্ন
যত লোক দেখানি ধন্য ধন্য
সুদু রক মাইলেজ নেবার জন্য
কাট দ্যা ক্রাপ, মাইন্ড দ্যা গ্যাপ আর শাট দ্যা ডোর…
হারাই তত্তে আমার খ্যাতি
থুম মেপে খারিজ খেমতা নাচছে সতি
লেপে কেল্লা ফতের কেল্লা জ্যোতি
গুলিয়ে উটছে আমার হার পাঁজর…
বমি, বমি
বমি, বোমা ছোঁয়া নয় বমি
সততার সাদা জমি
ছুড়ে দিচ্ছি আমি…
শরীর যা মেরুদণ্ডের বাড়ি
তার সব প্রবেশদ্বারি, রুখে দিচ্ছি আমি
প্রলাপ যত দারতিক খেলাপ, সংসিদির গোলাপ
কুঁচ, করছি তোদের বরজাতে, বায়ে বিবেকের ইস্পাতে
শয়তান সংগরাতে এ এ এ এ এ…
বহু বহু রুপে তোমার
সম্মুখে ছেড়ে কোথায় খুঁজেছ
প্রতিবাদ হয়ে অপবাদ সয়ে
এবার কি সার বুঝেছ…
বহু বহু রুপে তোমার
সম্মুখে ছেড়ে কোথায় খুঁজেছ
প্রতিবাদ হয়ে অপবাদ সয়ে
এবার কি সার বুঝেছ…
Random Song Lyrics :
- pregnant - john powell lyrics
- der neue gillette - dexxtro lyrics
- que hago ahora sin tus besos - natalia y maka lyrics
- and she said (acoustic) - to be juliet's secret lyrics
- szit drimz - matieu lyrics
- armeria - grezzo esselover lyrics
- jar of hearts - rachel pierce lyrics
- hate me - wildhood lyrics
- warlord - hype williams lyrics
- exploration - samuel (us) lyrics