
akash jure suninu koi - rupankar bagchi lyrics
Loading...
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে—
আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥
Random Song Lyrics :
- endorphin orphan 4 - j4zz booth lyrics
- man card - buddy brown lyrics
- lyrical warfare - poetic killa lyrics
- nüchtern - kayef lyrics
- pochette - m le maudit lyrics
- το κάλεσμα (the calling) - taf lathos lyrics
- un lugar - jardín secreto lyrics
- infernal sinners - wxlf lyrics
- forget-me-nots - irradiance lyrics
- that which consumes all things - revocation lyrics