
kharabayu boy bege - rupankar bagchi lyrics
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
হাঁই মারো, মারো টান, হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
হাঁই মারো, মারো টান, হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
হাঁই মারো, মারো টান, হাঁইয়ো, হাঁইয়ো
হাঁই মারো, মারো টান, হাঁইয়ো
শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার
নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার
শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার
নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার
বন্ধন দুর্বার সহ্য না হয় আর
টলমল করে আজ তাই ও
হাঁই মারো, মারো টান, হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
গণি গণি দিন ক্ষণ, চঞ্চল করি মন
বোলো না যাই কি নাই যাই রে
সংশয় পারাবার অন্তরে হবে পার
উদ্বেগে তাকায়ো না বাইরে
গণি গণি দিন ক্ষণ, চঞ্চল করি মন
বোলো না যাই কি নাই যাই রে
সংশয় পারাবার অন্তরে হবে পার
উদ্বেগে তাকায়ো না বাইরে
যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল
ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল
হোয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিয়ো তাল
জয়*জয় জয়গান গাইয়ো
হাঁই মারো, মারো টান, হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
হাঁই মারো, মারো টান, হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
Random Song Lyrics :
- nan baboya (jinbo rmx) - kirin & sumin lyrics
- borracho y roto - jimmy marson lyrics
- lifeless visitors - signs of the swarm lyrics
- bae aime la mala - lartiste lyrics
- tonight - big wavey lyrics
- kalagh par - ali sorena lyrics
- tokyo - hausers lyrics
- oh! darling (live at abbey road, uk / 2009) - florence + the machine lyrics
- luigi's mansion (freestyle) #3 - dashiexp lyrics
- all along i've loved you - tony ashly & the delicates lyrics