
sohag chand (from "17th september") - rupankar bagchi lyrics
জীবনের জবর জং, পিতলে সোনার রঙ
ভিতরের প্রাণপাখি গান গাইতে জানে কি?
গ্ল্যামারের গরম বোল, সামার*এ জুতোর সোল
ছ্যাঁকাতে পুড়লে পরান মিটার মানে কি?
কেন লোকের তালে নাচো?
তুমি নিজের তালেই বাঁচো
কেউ নদীর নাচের ছন্দ জানে কি?
সোহাগ চাঁদ…
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
শোনো কাকের কথা এক
বলে, “ময়ূর, পেখম দেখ!”
তাকে ময়ূর বলে, “নাচতে জানো কি?”
এসে কাকের দলে যেই
মিশে নাচতে গেলো সেই
কি কান্ড হলো, খবর রাখো কি?
কেন লোকের তালে নাচো?
তুমি নিজের তালেই বাঁচো
কেউ নদীর নাচের ছন্দ জানে কি?
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
নিজে নিজের চাপেই শেষ
তুমি প্রেশার কুকার কেস
হয়ে ভিতর ভিতর ফুটছো কি টগবগ
আর বাইরে বেবাক চুপ
তুমি শান্ত বাটির স্যুপ
সেজে ভাবছো, পেলে বেটার হতো মদ
কেন লোকের তালে নাচো?
তুমি নিজের তালেই বাঁচো
কেউ নদীর নাচের ছন্দ জানে কি?
সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ…
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
Random Song Lyrics :
- you dont care - mixed matches lyrics
- kobe - malo lyrics
- el don - charflex lyrics
- hdl (hab dich lieb) - nike101 lyrics
- stand up - jamie-lee sexton lyrics
- free da memberz - neednoname lyrics
- tyrannous skies - machinations of fate lyrics
- dance with me - machina x lyrics
- я звезда (i'm star) - ильдар громов (ildar gromov) lyrics
- but not for me - original broadway cast of an american in paris lyrics