
shadakalo - rxbi lyrics
Loading...
[verse 1]
চোখে রাগ
আমার চোখে রাগ
চোখে ঘুম নাই আমার চোখে রাগ
এমন সময় এলে তুমি আমি নাই
এমন সময় এলে তুমি আমি নাই
[chorus]
সাদা*কালো drugs দেখো, সাদা*কালো
সাদা*কালো drugs দেখো, সাদা*কালো
বলো তোমার জন্য এখন কোথায় যাই?
বলো তোমার জন্য এখন কোথায় যাই?
shawty আমার সাথে নিতে চায় ketamine
shawty আমার সাথে নিতে চায় ketamine
আমি একা ঘুরে বেড়াই সারাদিন
আমি একা গ্রহণ করি ketamine
[verse 2]
আলো দেখি না হয়েছে like অনেকদিন
সূর্য দেখি না হয়েছে like অনেকদিন
থাকি অন্ধকারে আমি একটা vamp
থাকি অন্ধকারে আমি একটা vamp
আমার কাপড় রাখার জন্য তিনটি drawer
মিথ্যা সরানোর জন্য সাথে থাকে lawyer
আমি cheat করবো আমি নই তো loyal
আমি চলে যাবো আমি নয়তো loyal
দেখো ঐপাশ থেকে কে?
Random Song Lyrics :
- fever (remix) - al¡c3, zenex & jz lyrics
- up in the sky - ilysh lyrics
- spiderman - yyy891, cybernene, el wiwi & johnnyfuu lyrics
- get busy - anabel englund lyrics
- say goodbye (feat. el nido) - abby lyrics
- shë wanna x - shyse (@supshyse) lyrics
- learning 037 - sandy crow lyrics
- l7ara - uzishettan lyrics
- i wonder - reidar larsen lyrics
- we all do - eunoo lyrics