
keu prem kore - s i tutul lyrics
Loading...
কেউ প্রেম করে,
কেউ প্রেমে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
আগেতো হয়নি এমন,
মন করে কেমন কেমন
ইচ্ছেরা যে উড়াল মারে,
কোথায় বারে বারে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
স্বপ্ন দেখি একা আমি,
হায়রে আজব পাগলামি
আমার হয়ে গেল কী যে,
উলট পালট আমি নিজে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
Random Song Lyrics :
- nazario - vanny preem lyrics
- fangs - dark chisme lyrics
- не промолчу (i will not keep silent) - ivan valeev lyrics
- nasa - dean (딘) lyrics
- takin a piss - adot pass lyrics
- le périple - noir lotus lyrics
- escalade sluts! (broken aux version) - lipstickangel lyrics
- von siegen bis nach mardin - made & almo.013 lyrics
- i have bosses - souljadatap lyrics
- guess who - dj rozwell lyrics