
jonmo amar - sabina yasmin lyrics
জন্ম আমার ধন্য হলো
জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক
জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।
তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি,
তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি,
মরতে পারি তোমার বুকে,
বুকে যদি রাখো আমায়,
বুকে যদি রাখো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।
তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,
তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,
তুমি আমার…
তুমি আমার খেলার পুতুল,
আমার পাশে থাকো মাগো।
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।
তোমার প্রেমে তোমার গন্ধে পরান ভরে রাখি,
এই তো আমার জীবন মরণ,
এমনি যেন থাকি।
তোমার প্রেমে তোমার গন্ধে পরান ভরে রাখি,
এই তো আমার জীবন মরণ,
এমনি যেন থাকি।
বুকে তোমার…
বুকে তোমার ঘুমিয়ে গেলে,
জাগিয়ে দিও নাকো আমায়
জাগিয়ে দিও নাকো মাগো।
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।
জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক
জন্ম আমার ধন্য হলো
habib
Random Song Lyrics :
- 망가진 장난감의 섭 (the island of misfit toys) - b.i lyrics
- rules - ogiishi akira lyrics
- the world is very different - big hoodoo lyrics
- scott has a gun - crickettheguy lyrics
- 06: nobody knows the answer - alongthewalls lyrics
- răspuns la impact - ozone k lyrics
- fade - miss dre lyrics
- rapidinhos e bravinhos - patolino jucelino lyrics
- graverockers - morticia lyrics
- sigara - teoman lyrics