
sab kata janala khule daona - sabina yasmin lyrics
সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইবো গাইবো বিজয়েরই গান
ওরা আসবে, চুপি চুপি
যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
সবকটা জানালা খুলে দাওনা
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতির বেদনাতে
একাকার করে মন রাখতে নেই
ওরা আসবে, চুপি চুপি
কেউ যেন ভুল করে গেও নাকো
মন ভাঙা গান
সবকটা জানালা খুলে দাওনা
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে
ছড়িয়ে রাখো আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে, চুপি চুপি
কেউ যেন ভুল করে গেও নাকো
মন ভাঙা গান
সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইবো গাইবো বিজয়েরই গান
ওরা আসবে, চুপি চুপি
যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
সবকটা জানালা খুলে দাওনা
সবকটা জানালা খুলে দাওনা
Random Song Lyrics :
- see right through me - set mo lyrics
- ye doost - gdaal, imanemum & shaan lyrics
- red wine - common feat. syd & elena lyrics
- good drank - 2 chainz, quavo & gucci mane lyrics
- whole - chime feat. adam tell lyrics
- version française - rocca feat. dj nelson lyrics
- acoustic version, pt. 1 - g2b lyrics
- yes! love - hyun ah kim of lalasweet lyrics
- abadi - mj lyrics
- canzone terza - pippo pollina lyrics