
ei bagane phool tola mana - sabita chowdhury lyrics
Loading...
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
নিশিগন্ধা নিশীথে মন যে মাতায় দিবসে পড়ে থাকে পথের ধূলায়
শিউলি গোলাপ পারুল ফোটে ঝরে যায় দুদিনের হাসি খেলা দুদিনে ফুরায়
সবাই জানে সব দুদিনের সৌরভ শুধু মানেনা
সে তো ঝরতে জানেন
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
কে আপন কে বা যে পর জানা অজানা
দুনিয়া দুভাগ করা চেনা অচেনায়
হাজারো কাজে আছে হাজারো মানা
নিষেধের বাধায় সাধা কেবল না না না
সবাই জানে কথা শোনে যৌবন শুধু শোনেনা
সে তো ডরতে জানেনা
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
Random Song Lyrics :
- dodo airlines - yung brownie lyrics
- back in the day (re-recorded / remastered) - ahmad lyrics
- long ago and far away - peter stampfel lyrics
- 222 freestyle - wil$on (usa) lyrics
- brand new ancient - big chocolate (au) lyrics
- run it up - big shi lyrics
- the waves - spring.fall.sea lyrics
- d.e.a. - rob gathercole lyrics
- miss automatic - mark angelo lyrics
- odpoczywam - lcw lyrics