
tumi nai - sadhana sargam lyrics
Loading...
–“সুমন”–
তুমি ছাড়া কেউ নাই জীবনে আমার
তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার
তোমাকে হারিয়ে দেখি
দু চোখে আধার
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার
তোমাকে হারিয়ে দেখি
দু চোখে আধার
তুমি ছাড়া
কেউ নেই জীবনে আমার
——
——
জানি না তো কবে জে হবে
দু জনের দাখা
পথ চেয়ে দিন জাই আমার
আজ ও একা একা
ওও
তুমি যে আমার ওগো
আমি যে তোমার
তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার
তোমাকে হারিয়ে দেখি
দু চখে আধার
তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার
——
——
মিসে দিন তুমি আছো ওগো
সারা মন জুড়ে
সূতি হয়ে আসো সুধু ওগো
বড়ের বাড় ভুয়ে
ও ও
তুমি যে আমার ওগো
আমি যে তোমার
তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার
তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার
তোমাকে হারিয়ে দেখি
দু চোখে আধার
তুমি ছাড়া কেউ নেই
জীবনে আমার
Random Song Lyrics :
- i'll take my chances - steve thomson lyrics
- 4 crouds - ksiaze lyrics
- sidste instans - lars virkli lyrics
- tell me - the termites lyrics
- tra la tua schiena e gli scogli - delmoro lyrics
- kings - deorsey ardae lyrics
- in my mind - dxngelo lyrics
- for the vibe - skyswimming & ombachi lyrics
- spaceships (if i came back again) - corduroy. (nz) lyrics
- oldschool - l pro (pl) lyrics