
aami kaan pete roi - sahana bajpaie lyrics
[verse 1]
আমি কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন*দ্বারে বারে বারে
কান পেতে রই
কোন গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[chorus]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন*দ্বারে বারে বারে
কান পেতে রই
[verse 2]
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে
কোন রাতের পাখি গায় একাকী
রাতের পাখি গায় একাকী
সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[chorus]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন*দ্বারে বারে বারে
কান পেতে রই
[verse 3]
কে সে মোর কে বা জানে
কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে
কিছু তার বুঝি না বা
কে সে মোর, কে বা জানে
কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে
কিছু তার বুঝি না বা
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে
ও সে আমায় জানি পাঠায় বাণী
আমায় জানি পাঠায় বাণী
গানের তানে লুকিয়ে তারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[verse 1]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন*দ্বারে বারে বারে
কান পেতে রই
কোন গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[chorus]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন*দ্বারে বারে বারে
কান পেতে রই
Random Song Lyrics :
- yol bize dost - mirac lyrics
- the big surprise - the felice brothers lyrics
- soul remedies - sylar lyrics
- tu como yo - mocedades lyrics
- trenaren zain - ken zazpi lyrics
- ik ga maar - wesly bronkhorst lyrics
- улыбаться (to smile) - coldish lyrics
- boil that oil - task rok lyrics
- eiszeit 2.0 konsumensch - beppo s. und peter b. lyrics
- class of 20xx - kid app lyrics