
amar sokol niye boshe achi - sahana bajpaie lyrics
Loading...
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
যে জন দেয় না দেখা, যায় যে দেখে
ভালোবাসে আড়াল থেকে
দেয় না দেখা, যায় যে দেখে
ভালোবাসে আড়াল থেকে
আমার মন মজেছে সেই গভীরের
মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়
আমার সকল নিয়ে বসে আছি
Random Song Lyrics :
- winter - mahdi chishty lyrics
- dumb ! dumb ! dumb ! - elizabeth catarina lyrics
- el morocho y el oriental - adriana varela lyrics
- fukai ai - aya lyrics
- highway hypnosis - turtle dove lyrics
- we 3 kings - faber drive lyrics
- no me puedo aguantar - ricardo montaner lyrics
- agila (haring ibon) - joey ayala lyrics
- l'enfant du gwenved - lara fabian lyrics
- don't touch - wjsn lyrics