
ami apar hoye - sahana bajpaie lyrics
[chorus]
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[verse 1]
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
ও আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[verse 2]
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
ও আমি নাম শুনেছি পতিত পাবন
আমি নাম শুনেছি পতিত পাবন
তাইতে দেই দোহাই
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[verse 3]
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
ও ফকির লালন বলে
ও ফকির লালন কয়, অকুলের পতি
কে বলবে তোমায়?
[refrain]
পাড়ে লয়ে যাও আমায়
[chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়
[outro]
পাড়ে লয়ে যাও আমায়
Random Song Lyrics :
- my ford sedan - fiddlin' john carson lyrics
- благословлён (blessed) - josodo lyrics
- rüzgar - sera savaş lyrics
- favourite song - fireboy dml lyrics
- local radio - bad moves lyrics
- heart of stone - rudolf sayegh (alcatraz) lyrics
- enough for you - versvs lyrics
- window shopper (freestyle) - nane lyrics
- wolf in sheep skin - lil sknow lyrics
- pasta za zube - riđi riđ lyrics