
ekhono sei brindabone - sahana bajpaie lyrics
[pre*chorus]
কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে
[chorus]
কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে
[verse 1]
আজও সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধূলি
আজও সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধূলি
সখা সনে কোলাকুলি
সখা সনে কোলাকুলি রাখাল রাজে রে
[refrain]
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে
[verse 2]
আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
অষ্ট সখীর শিরোমণি
অষ্ট সখীর শিরোমণি নবসাজে রে
[refrain]
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে
[verse 3]
আজও সেই নীল যমুনায় জল আনিতে যায় ললনায়
আজও সেই নীল যমুনায় জল আনিতে যায় ললনায়
কৃষ্ণ আসে সেই ছলনায়
কৃষ্ণ আসে সেই ছলনায় কদম তলে রে
[bridge]
আশা ছিলো মনে মনে, যাবো আমি বৃন্দাবনে
আশা ছিলো মনে মনে, যাবো আমি বৃন্দাবনে
ভবা পাগলা রয় বাঁধনে
ভবা পাগলা রয় বাঁধনে মায়ার মাঝে রে
[refrain]
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে
[pre*chorus]
ও কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে
[chorus]
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে
Random Song Lyrics :
- у у (y y) - wave (rus) lyrics
- pacas de billetes - natanael cano lyrics
- quem ama - cicero nogueira lyrics
- barood - chaar diwaari lyrics
- просто убеги (just run away) - coldfagenster lyrics
- never not working (freestyle) - gquetv lyrics
- no mas dramillas - 11to lyrics
- danny myers vs. oppa - danny myers lyrics
- 02. can't change me - vect lyrics
- limerance - undxxd lyrics