
ekta chele - sahana bajpaie lyrics
একটা ছেলে মনের আঙিনাতে
ধীর পায়েতে এক্কা*দোক্কা খেলে
বন পাহাড়ি ঝর্ণা খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে
একটা ছেলে মনের আঙিনাতে
ধীর পায়েতে এক্কা*দোক্কা খেলে
বন পাহাড়ি ঝর্ণা খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে
আমি তো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে
আমি তো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে
সেই ছেলেটা হঠাৎ এলো মনে
সেই ছেলেটা হঠাৎ এলো মনে
ছোট্ট আমি দুষ্টু আমি সেজে
কেমন যেন হলাম জড়সড়
আকাশ ভরা তারার আলো দেখে
বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে
বুক ভরা আবেগটুকু ঢেকে
হঠাৎ করে হয়ে গেলাম বড়
বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভালো সেই ছেলে
বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভালো সেই ছেলে
Random Song Lyrics :
- hésitant - dahomi (fra) lyrics
- waive - eleventyseven lyrics
- петля (loop) - мокери (moxckery) lyrics
- reckless - hawxx lyrics
- 2 vite in 1 minuto - schiuma lyrics
- you plus me - plain white t's lyrics
- 好-じょし- (girl) - 坂口有望 (ami sakaguchi) lyrics
- los ultimos - osbe chill lyrics
- flash - golden years lyrics
- the perception of light - this void inside lyrics