
eto din jey boshey chilem - sahana bajpaie lyrics
Loading...
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়
এ কী গো বিস্ময়
অবাক আমি তরুণ গলার গান শুনে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী
গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী
তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়
এ কী গো বিস্ময়
অস্ত্র তোমার গোপন রাখ কোন তূণে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
Random Song Lyrics :
- luda vožnja - sky wikluh lyrics
- crisântemo - emicida lyrics
- don't slow down - matt and kim lyrics
- wie ich durchdreh - mok lyrics
- shir li - שיר לי - hapil hakachol - הפיל הכחול lyrics
- midnight drive - indigo bay lyrics
- the worst (remix) - sinna lyrics
- coming to america - akin yai lyrics
- fear - marlon craft lyrics
- everyone pretends - fashion week lyrics