
jakhan esechile andhokare - sahana bajpaie lyrics
Loading...
যখন এসেছিলে, যখন এসেছিলে
অন্ধকারে চাঁদ ওঠে নি সিন্ধুপারে
চাঁদ ওঠে নি
যখন এসেছিলে, যখন এসেছিলে
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম
অনুভবে জেনেছিলেম
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম
অনুভবে জেনেছিলেম
প্রাণে তোমার পরশখানি বেজেছিল গানের তারে
যখন এসেছিলে, যখন এসেছিলে
তুমি গেলে যখন একলা চলে
চাঁদ উঠেছে রাতের কোলে
চাঁদ উঠেছে
তুমি গেলে যখন
তখন দেখি, পথের কাছে মালা তোমার
পড়ে আছে মালা তোমার
তখন দেখি, পথের কাছে মালা তোমার
পড়ে আছে মালা তোমার
বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে
যখন এসেছিলে, যখন এসেছিলে
অন্ধকারে চাঁদ ওঠে নি সিন্ধুপারে
চাঁদ ওঠে নি
যখন এসেছিলে, যখন এসেছিলে
Random Song Lyrics :
- pizza time - glexander lyrics
- escale - charts lyrics
- aaliyah - tuerie lyrics
- les yeux d'or - juliette lyrics
- can you imagine - 98° lyrics
- trae a jesús - felipe lezana lyrics
- common indifference - pee wee gaskins lyrics
- ympäri vuorokauden - jontti & shaka lyrics
- soul food - faded breezie lyrics
- millimeter - anne grete preus lyrics