
morile kandishna - sahana bajpaie lyrics
[chorus]
মরিলে কান্দিস না আমার দায় রে যাদু ধন
মরিলে কান্দিস না আমার দায়
মরিলে কান্দিস না আমার দায় রে যাদু ধন
মরিলে কান্দিস না আমার দায়
[verse 1]
সুরা ইয়াসীন পাঠ করিও
বসিয়া কাছায়
যাইবার কালে বাঁচি না যেন
শয়তানের ধোঁকায়
যাইবার কালে বাঁচি না যেন
শয়তানের ধোঁকায়
[refrain]
মরিলে কান্দিস না আমার দায়
[chorus]
মরিলে কান্দিস না আমার দায় রে যাদু ধন
মরিলে কান্দিস না আমার দায়
[verse 2]
বুক বান্ধিয়া কাছে বইসা গোছল করাইবা
কান্দনের বদলে মুখে কলমা পড়িবা
বুক বান্ধিয়া কাছে বইসা গোছল করাইবা
কান্দনের বদলে মুখে কলমা পড়িবা রে যাদু ধন
[refrain]
মরিলে কান্দিস না আমার দায়
[verse 3]
কাফন পিন্দাইয়া আতর*গোলাপ দিয়া গায়
তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায়
কাফন পিন্দাইয়া আতর*গোলাপ দিয়া গায়
তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায় রে যাদু ধন
[refrain]
মরিলে কান্দিস না আমার দায়
[verse 4]
দাফন করিয়া যদি কান্দো আমার দায়
মসজিদে বসিয়া কাইন্দো আল্লারই দরগায়
দাফন করিয়া যদি কান্দো আমার দায়
মসজিদে বসিয়া কাইন্দো আল্লারই দরগায় রে যাদু ধন
[refrain]
মরিলে কান্দিস না আমার দায়
[chorus]
মরিলে কান্দিস না আমার দায় রে যাদু ধন
মরিলে কান্দিস না আমার দায়
Random Song Lyrics :
- aimlessly - capsaisinner lyrics
- летали (flew) - maalika lyrics
- pampa - charlotte fever lyrics
- run - night owl lyrics
- chapter 1: the gift - precyce politix lyrics
- the opposite of midas - juice wrld lyrics
- joe rogan - ezza of choom gang lyrics
- can't explain - xay dryz lyrics
- go dj - chopped & screwed - lil wayne lyrics
- intro (bl@ckbox cypher 2021) - various artists lyrics