
oi je jhorer megher - sahana bajpaie lyrics
Loading...
ওই*যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই*যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই*যে ঝড়ের মেঘের…
ওরই গানের তালে তালে, আমে, জামে, শিরীষ শালে
নাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে
কল্লোলে, কল্লোলে
ওই*যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই*যে ঝড়ের মেঘের…
আমার দুই আঁখি ওই সুরে
যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে
দূরে, দূরে
আমার দুই আঁখি ওই সুরে
যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে
দূরে, দূরে
ভিজে হাওয়ায় থেকে থেকে কোন সাথি মোর যায় যে ডেকে?
একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে
তোলে, তোলে
ওই*যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই*যে ঝড়ের মেঘের…
Random Song Lyrics :
- svëlte - p6nk lyrics
- checkup - sic stef lyrics
- 寝れない夜に (nerenai yoru ni) - くじら (whaledontsleep) lyrics
- take a look in the mirror - value lyrics
- earrape song - big ant dog b.a.d lyrics
- мама (mother) - жанна агузарова (zhanna aguzarova) lyrics
- píntame con besos - albert hammond lyrics
- clap your hands (b-side) - davy dmx lyrics
- real vs fake - scottychickens lyrics
- those jealous lips - jon crosby lyrics